খাগড়াছড়িতে বাবা হত্যার দায়ে ছেলে গ্রেফতার

ছবি: শুভ চন্দ্র নাথ
খাগড়াছড়ির রামগড়ে গত জুলাই মাসে স্থানীয় বাদাম বিক্রেতা মাখন চন্দ্র (৫৪) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে শুভ চন্দ্র নাথকে (১৯) পিতা হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জনায়, মামলার দীর্ঘ তদন্তে বিভিন্ন স্থানে অভিযান করে সর্বশেষ বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে নিজ বসতবাড়ী হইতে মামলার এজাহারনামীয় আসামী শুভ চন্দ্র নাথকে গ্রেফতার করা হয়।
মামলার এজহারে জানা যায়, গত ১৩ জুলাই দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাদাম বিক্রেতা মাখন চন্দ্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে নিহতের মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের সন্দেহ তৈরি হয়। ময়নাতদন্ত ও সন্দেহের সূত্র ধরে নিহতের ভাই রাখাল চন্দ্র নাথ (৭০) বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতার শুভ চন্দ্র নাথ (১৯) রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার বাসিন্ধা নিহত মাখন চন্দ্র নাথের ছেলে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৩ জুলাই নিহতের নিজ বসতঘরের সামনের বারান্দায় পিতা ও পুত্রের মধ্যে ঝগড়াঝাটি ও কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে ছেলে শুভ চন্দ্র নাথ কোদালের কাঠের হাতল দিয়ে তার পিতা মাখন চন্দ্রের মাথায় সজোরে আঘাত করলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে ছেলে তার মাকেও হত্যার হুমকি দেয় এবং পিতার মরদেহ ঘরের বাঁশের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মিথ্যা তথ্য ছড়িয়ে অপমৃত্যু মামলা করতে বাধ্য করে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী শুভ তার নিজ পিতাকে হত্যার দায় স্বীকার করে আজ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
বিভি/এআই
মন্তব্য করুন: