বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেলো দুই তরুণের

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলার খরনা মুজাফ্ফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে বালু নিয়ে একটি ট্রাক যায় ওই এলাকায়। এসময় ট্রাকটির সাথে লেগে উপর থেকে বিদ্যুতের তার ছিড়ে পড়ে রাস্তায়। সেখান দিয়ে যাবার সময় ফাহিম ও মিনহাজ নামে দুই তরুণ ছিঁড়ে পড়া তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত একজনের বাড়ি কচুয়াই আরেকজনের বাড়ি খরনা এলাকায়।
বিভি/এআই
মন্তব্য করুন: