• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধষর্ণের ঘটনায় আরও একজন গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধষর্ণের ঘটনায় আরও একজন গ্রেফতার

ছবি: রিমন ত্রিপুরা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায়  রিমন ত্রিপুরা (২২) নামে আরও এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বেলছড়ির অযোদ্ধা এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়। 

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিককুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বলেন, রিমন ত্রিপুরা সিএনজি চালিত অটোরিক্সা যোগে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

রিমন গোমতি উদয় কুমারপাড়া এলাকার  হেয়াসা ত্রিপুরার ছেলে। 

এর আগে বুধবার সন্ধ্যায় আরো দুই ধর্ষক রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবুকে (১৭) স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গ্রেফতারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ধর্ষককেও গ্রেফতারের চেষ্টা চলছে। 

উল্লেখ,গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার উপজেলার অযোধ্যা এলাকায় কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে গেলে ওই কিশোরী স্বজাতির ৪ যুবক দ্বারা সংঘবন্ধ ধর্ষণের শিকার হয়। জানাজানি হলে পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হলে ২২ অক্টোবর ভুক্তভোগীর বড় বোন বাদি হয়ে ৪ জন ত্রিপুরা যুবকের নামে মাটিরাঙা  থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2