খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র তারেং-এ বেড়াতে গিয়ে চাকমা সম্প্রদায়ের এক স্কুল শিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ ধর্ষক মোটরসাইকেল চালক লিটন ত্রিপুরাকে গ্রেফতার করেছে।
আটক লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়ার বাচ্চু রাম ত্রিপুরার ছেলে।
পুলিশ সূত্র জানায়,ধর্ষিতা স্কুল শিক্ষিকা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মৎস্য ভবন এলাকায় তার বান্ধবীর গায়ে হলুদ শেষে তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং-এ বেড়াতে যায়। এ সময় ভাড়ায় মোটরসাইলে চালক তাদের অনুসরণ করে। রাত সাড়ে ৮টার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক লিটন ত্রিপুরা তাদের আটকিয়ে মোটরসাইলের চাবি ছিনিয়ে নেয় এবং রিভলবারের ভয় দেখিয়ে ঐ স্কুল শিক্ষিকাকে জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ও ১০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেবে বলে। ধর্ষিতা পানছড়ি উপজেলার উত্তর ফাতেমা নগরে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্কুল শিক্ষিকার বন্ধু দৌড়ে পাশ্ববর্তী সেনাবাহিনীর ক্যাম্পে ঘটনা জানালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে ধর্ষককে আটক করে মাটিরাঙা পুলিশের কাছে সোপর্দ করে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ওই শিক্ষিকার স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য,একই উপজেলায় গত ২০ অক্টোবর ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরী কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে গিয়ে চার ত্রিপুরা সম্প্রদায়ের যুবক দ্বারা গণধর্ষনের শিকার হন। পুলিশ ঐ ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে।
বিভি/এআই




মন্তব্য করুন: