• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

‘দ্বিতীয় পদ্মা সেতু হলে দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে’

প্রকাশিত: ১১:১৯, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘দ্বিতীয় পদ্মা সেতু হলে দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে’

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু হলে দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে।’

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় তিনি এ মন্তব্য করেন।

খৈয়ম বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতেই নির্মিত হবে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ। এতে নদী শাসন, আধুনিক নৌবন্দর, বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট ও দেশের সবচেয়ে বড় রেল ওয়ার্কশপ হবে এখানেই।’

তিনি অভিযোগ করেন, ‘গত ১৬ বছরে নদী রক্ষার নামে শত কোটি টাকা লুটপাট হয়েছে। ফারাক্কার কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যায়, আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়— বাংলাদেশের নদীগুলোর নিয়ন্ত্রণ ভারতের হাতে।’

খৈয়ম আরও জানান, এ বিষয়ে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক কেএ সবুর শাহিন, সাবেক দফতর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদস্য রইচ উদ্দিন ডিউক, অ্যাডভোকেট এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, জেলা কৃষক দলের আহবায়ক আয়ুবুর রহমান আয়ুব, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়কফারুক দেওয়ান, পৌর যুবদলের দেলোয়ার হোসেন মণ্ডল প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল এবং পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সুলতান উদ্দিন আহমেদ ও দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন শেখ।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2