১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিল এবং ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে চান্দগাঁও থানাধীন আরাকান রোডস্থ চান্দগাঁও অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে র্যাবের আভিযানিক দল
একটি সন্দেহভাজন সিএনজিকে থামালে ঐ সিএনজিতে থাকা তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় মো. মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম ও মো. জসিম উদ্দিন নামে তিন মাদক কারবারিকে আটক করে র্যাব। পরবর্তীতে সিএনজির যাত্রী সিটের পিছনে মালামাল রাখার স্থানে ৩ টি প্লাস্টিকের বস্তা এবং অন্য দুইটি কাপড়ের ব্যাগ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক বহনকারী সিএনজিটিও।
জব্দকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
বিভি/এআই




মন্তব্য করুন: