• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

নরসিংদীতে বাস চাপায় অটোরিকশাচালকসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৯, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নরসিংদীতে বাস চাপায় অটোরিকশাচালকসহ ৩ জনের মৃত্যু

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহর ছেলে অটোরিকশাচালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহণের একটি বাস মহাসড়কের রাইনাদী এলাকা অতিক্রম করছিল। এ সময় মাধবদী থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা মহাসড়ক পারাপার করছিল। দ্রুতগামী বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে কিছু দূর নিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। স্থানীয়রা অন্যদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে ফাহিম ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সাব্বিরের মৃত্যু হয়। 

ইটাখোলা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাতে বাস চাপায় দুজনের মৃত্যু হয়েছে। আরেকজনের মৃত্যুর খবর আমরা এখনো পাইনি, এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2