• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে বেইলি ব্রীজ দেবে ৫ ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ 

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:০৬, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:০৭, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে বেইলি ব্রীজ দেবে ৫ ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ 

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রীজ দেবে গিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে দীঘিনালা -লংগদু সড়কের বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, সকালে মালবাহী কার্ভাড ভ্যান বেতছড়ি সেতুর পার হতে একটি পাটাতন দেবে যায়। পরে বেশকিছুক্ষণ কার্ভাড ভ্যান উদ্ধার করার সময় আরো কয়েকটা পাটাতন দেবে গেছে।  এতে বেইলি ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

বিকল্প পথে মোটরসাইকেল ও সিএনজি চলাচল করলেও মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

রাঙামাটির লংগদুর সাথে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পরেছে স্থানীয় বাসিন্দারা। 

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের লোকজন ঘটনাস্থলে গেছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য আমাদের কর্মীরা কাজ করছে।’

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2