• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

কানে হেডফোন গুঁজে রেললাইন পার হচ্ছিলো ফয়সাল, অতঃপর...

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৩৫, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
কানে হেডফোন গুঁজে রেললাইন পার হচ্ছিলো ফয়সাল, অতঃপর...

প্রতীকী ছবি

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ ফয়সাল (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সাকিল আহম্মেদ ফয়সাল গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। সে গোপালগঞ্জ সরকারী কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেছে। 

জানা যায়, ওই কলেজ ছাত্র কানে হেড ফোন লাগিয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাঁটা পড়ে নিহত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী চরপাথালিয়া গ্রামের মজিবর শেখ ।

বোড়াশী রেল স্ট্রেশনের ম্যানেজার রত্না বেদ্য জানান, সদর উপজেলার গোবরা রেল স্টেশন থেকে ছেড়ে রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ওই ছাত্র চরপাথালিয়া নামক স্থানে নিহত হয়। পরে রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে রেল পুলিশ ময়নাতদন্ত ছাড়াই দুপুরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বলে ওই কর্মকর্তা জানান।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2