মেট্রোরেলের বিয়ারিং দুর্ঘটনায় নিহত আবুল কালামের দ্বিতীয় জানাজা সম্পন্ন
চলছে দাফনের প্রস্তুতি
ছবি: আবুল কালাম
নিজ জেলা শরীয়তপুরে জানাজা শেষে, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া আবুল কালামের দাফনের প্রস্তুতি চলছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে দ্বিতীয় জানাজা পড়ানো হয় নড়িয়ার ইশ্বরকাঠি গ্রামের বাড়িতে। শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন স্বজন প্রতিবেশীরা। এ ঘটনায় এলাকাজুড়েই শোকের ছায়া। পরে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফনের জন্য মরদেহ নেওয়া হয়।
এর আগে, রবিবার রাত দশটায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা হয়। নিহত কালাম তার স্ত্রী ও ২ সন্তানসহ শ্বশুরবাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন।
রবিবার দুপুর ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ে আবুল কালামের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর এমন বিয়ারিং প্যাড খুলে গিয়েছিলো। তখন কোনো হতাহত হয়নি। তবে ১১ ঘণ্টা বন্ধ ছিলো মেট্রো চলাচল।
বিভি/এআই




মন্তব্য করুন: