চট্টগ্রামে ৫১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
ছবি: চট্টগ্রামে ৩ মাদক কারবারি আটক
রবিবার (২৬ অক্টোবর) মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম জেলার ভূজপুর এলাকা থেকে ৫১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন চিকনছড়া এলাকায় একটি বসত বাড়ীতে অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন চিকনছড়া গ্রামের জনৈক অহিদুর রহমান সওদাগরের বসত ঘরের সামনে এলাকায় পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা মো. নুরন্নবী, মো. আবুল বাশার ও মোঃ আব্দুল করিম নামে তিন মাদক কারবারিকে আটক করে।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেখানোমতে তল্লাশীকালে বসত ঘরের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য খাগড়াছড়ি জেলার সীমান্তর্বতী এলাকায় থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীরর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
বিভি/এআই




মন্তব্য করুন: