• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:১৪, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:১৪, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মিরাজ মিয়া (৪৫) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি বেসিক ব্যাংক নরসিংদী শাখায় কর্মরত ছিলেন। মিরাজ মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে মাঝে মাঝে নরসিংদী কর্মস্থলে যাতায়াত করতেন বলে জানা গেছে।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার ভোরে গ্রামের বাড়ি থেকে  মোটরসাইকেলে করে (ঢাকা মেট্রো ল ২৫ -৮১৪৫) নরসিংদীর উদ্দেশে রওনা দেন মিরাজ। গোপালগঞ্জের ডুমদিয়া নামক স্থানে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড ১৪-২১২১) পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিরাজ মিয়ার মৃত্যু হয়। 

নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2