• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

চলতি বছর প্রথম ৬ মাসে সহিংসতার শিকার ৭১৫ সাংবাদিক

প্রকাশিত: ১১:৩০, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
চলতি বছর প্রথম ৬ মাসে সহিংসতার শিকার ৭১৫ সাংবাদিক

ছবি: সংগৃহীত

বিগত বছরের তুলনায় চলতি বছর সাংবাদিকরা বেশি পরিমাণে সহিংসকতার শিকার হয়েছেন। সংখ্যার পরিমাণে যা প্রায় দ্বিগুন। আর্টিকেল সাউথ এশিয়া আয়োজিত নারীদের নিরাপত্তাবিষয়ক এক সংলাপে জানানো হয়েছে এ তথ্য।

রবিবার (২৬ অক্টোবর) বরিশালের ব্রাক সুফিয়া কামাল লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এক সংলাপে আর্টিকেল ১৯ সাউথ এশিয়ার প্রোগ্রাম অফিসার শায়লা রহমান ইমা এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৩৬৫ জন সাংবাদিক সহিংসতার শিকার হন। কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সহিংসতার শিকার হন ৭১৫ সাংবাদিক। এ বছর প্রথম ছয় মাসে ৩৫০ জন সাংবাদিক সহিংসতায় বেশি আক্রান্ত হয়েছেন।

সংলাপে নারী সাংবাদিকরা পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারন হিসেবে উল্লেখ করেন, নিরাপত্তা ঝুঁকি। বেতন বৈষম্য এবং মফস্বলে নারী সাংবাদিকতার পরিবেশ না থাকাকে। অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা জানান, সাগর রুনি হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে এর বিচার প্রক্রিয়া স্পষ্ট করে দেয় দেশে সাংবাদিকতা কতোবড় ঝুঁকিতে রয়েছে। তা ছাড়া, পেশায় জড়িত হয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন।

সংলাপে আরও বক্তব্য দেন আর্টিকেল ১৯ সাউথ এশিয়ার হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন মো. রুবায়েত হোসেন, হেড অব প্রোগ্রাম শাহ নেওয়াজ পাটোয়ারী প্রমুখ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2