খাগড়াছড়িতে নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
এবার খাগড়াছড়ি চেঙ্গী নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকালে সাড়ে ১০টার দিকে গঞ্জপাড়া ব্রিজের নিচ থেকে মরহেদটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা। এ নিয়ে গত দুই মাসের ব্যবধানে দুই নবজাতকের মরদেহ উদ্ধার হলো। আরেক নবজাতক জীবিত উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন জানান, সকালে গঞ্জপাড়া সংলগ্ন চেঙ্গী নদীতে স্থানীয়রা নবজাতকের মরদেহ দেখতে পায়। এসময় তারা সদর থানায় ফোন করে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব শান্তি গড়ের রাজু বোর্ডিংয়ের পিছনে একটি ড্রেন থেকে নবজাতককে উদ্ধার করার পর খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেই নবজাতক সুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে। তার আগে গত ১৯ আগস্ট দুপুরে খাগড়াছড়ি পৌরসভা সংলগ্ন সেতুর নিচে থেকে কার্টুন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিভি/এসজি




মন্তব্য করুন: