• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে সোয়া কোটি টাকার কাঠ আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৭, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে সোয়া কোটি টাকার কাঠ আটক

ছবি: সেনাবাহিনীর হাতে আটক গাছ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক কোটি ২০ লাখ টাকার কাঠ আটক করেছে স্থানীয় সেনাবাহিনী। ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীদের বেআইনী কর্মকাণ্ডের অংশ হিসেবে এ বিপুল সংখ্যক বনজ সম্পদ পাচারের সময় সেনাবাহিনীর অভিযানে আটক হয়। 

জানা গেছে, লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িমুখ এলাকায় মাদক পাচারসহ নানা অপকর্মে চালিয়ে আসছে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীরা।  

নিজেদের অপকর্ম ধামা চাপা দিতে সম্প্রতি ইউপিডিএফের অপতৎপরতা রোধে বর্মাছড়িতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিয়ে অপপ্রচারে লিপ্ত হয় সংগঠনটি। 

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন সেনা সদস্যরা ২৯ অক্টোবর রাতে বার্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ঘনফুট কাঠ আটক করে।যার বর্তমান বাজার মূল্য প্রয় ১ কোটি ২০ লাখ টাকা। সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। 

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, এ পাচারের সাথে ইউপিডিএফ প্রসীত গ্রুপ  সরাসরি সম্পৃক্ত। 

নিরাপত্তা বাহিনীর ঐ কর্মকর্তার মতে, জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও  অবৈধ চোরাচালান প্রতিরোধে সবসময় বদ্ধপরিকর এবং এ ধারা অব্যাহত থাকবে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2