• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

স্টেডিয়ামে জয় বাংলা স্লোগান, সংঘর্ষে আহত ১০

আটক ৬ জন

প্রকাশিত: ১০:২৭, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
স্টেডিয়ামে জয় বাংলা স্লোগান, সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। 

বুধবার (৩০ অক্টোবর) রাত নয়টার দিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। 

চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দাবি করেছে, আহতরা তাদের সংগঠনের কর্মী। এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় গণমাধ্যমকে জানান, ম্যাচ চলাকালে সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে তর্কের সূত্রে সংঘর্ষ হয়।

রিদুয়ান হৃদয় অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীপন্থিদের হামলায় আমাদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের নাম–ঠিকানা যাচাই করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2