• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

রাউজানে র‍্যাবের অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত: ১৪:০১, ৩০ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:০১, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাউজানে র‍্যাবের অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নোয়াপাড়া এলাকায় কামাল উদ্দীনের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‍্যাব। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে ১২টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, সরকার পতনের পর থেকে এ পর্যন্ত রাউজানে কমপক্ষে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর হয়েছে র‍্যাব।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2