• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

তালায় অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৩, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
তালায় অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

সাতক্ষীরার তালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে হাজরাকাটি বাজারের মিষ্টির দোকান, চায়ের দোকান ও বিচুলি দোকানসহ মোট ৮টি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তালা ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টিনের ছাউনি ও কাঠের বেড়ায় তৈরি দোকানগুলো মুহূর্তেই আগুনে পুড়ে যায়।

এদিকে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার ওসি মোঃ মাইনউদ্দিন ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডাঃ মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী জানান, তার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

বাজারের নাইটগার্ড কেরামত শেখ জানান, রাতে ডিউটিরত অবস্থায় বাজারের উত্তর পাশে কুকুর ডাকাডাকি করছিল। এরপর সেখানে যান তিনি। সেখান থেকে ফিরে তিনি দেখেন সুরমানের দোকানের পেছনে আগুন জ্বলছে। এসময় তিনি চিৎকার দিলে সেখানে লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2