• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫২, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ছবি: খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পানছড়ি উপজেলার দুর্গম রেজা মনি পাড়া ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে ও সেনাবাহিনীর ফাইভ ফিল্ড এম্বুলেন্সের ব্যবস্থাপনায়  অনুষ্ঠিত এ চিকিৎসা সেবা অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সদর জোন কমান্ডার  লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম ও ভাইবোনছড়া ক্যাম্প কমান্ডার মেজর মো. আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে দুঃস্থ ও হতদরিদ্র মানুষরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগ দূর পাহাড়ের মানুষের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2