• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:০২, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসিফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০অক্টোবর) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়ার উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে৷ 

জানা গেছে,মৃত কিশোরর আসিফ একই এলাকার নুর জামালের ছেলে। 

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়,আসিফ নামে ওই কিশোর সন্ধ্যায় নিজ বাড়ীতে রান্না ঘরের সামনে বৈদুতিক বাল্বের নতুন হোল্ডার লাগানোর সময় হঠাৎ বিদুৎ এর শট খেয়ে মাটিতে পড়ে যায়। এসময় তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে সাথে সাথে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2