• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

৪ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ চালু

প্রকাশিত: ০৯:১২, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৪ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ চালু

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় চার লেন মহাসড়ক প্রকল্পের কাজ চলাকালে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে পাইপলাইন মেরামত শেষে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) গ্যাস সরবরাহ পুনরায় চালু করে।

এর আগে বিকালে সদর উপজেলার উলচাপাড়া এলাকায় সড়ক খননের কাজ চলার সময় মহাসড়কের নিচ দিয়ে যাওয়া ৬ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে দুর্ঘটনা এড়াতে বিকাল সাড়ে ৪টা থেকে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শহর ও আশপাশের এলাকার কয়েক হাজার গ্রাহক রান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েন। পরে বাখরাবাদের কারিগরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রকৌশল) শফিকুল হক গণমাধ্যমকে বলেন, মহাসড়কের কাজের সময় পাইপলাইন ফেটে গ্যাস লিকেজ হয়েছিলো। দুর্ঘটনা এড়াতে আমরা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখি। দ্রুত মেরামত শেষে রাত ৯টার দিকে সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে স্থানীয়দের দাবি, উন্নয়ন প্রকল্পের কাজের আগে ভূ-গর্ভস্থ সেবা লাইনগুলোর অবস্থান যাচাই করে নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2