• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নিখোঁজের ১৪ দিন পর অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯:২২, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নিখোঁজের ১৪ দিন পর অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ছবি: ফজলে রাব্বি

সাভারে নিখোঁজ হওয়ার ১৪ দিন পর ফজলে রাব্বি (২৩) নামে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে সাভার সদর ইউনিয়নের কলমা উত্তরপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজলে রাব্বি সাভার সদর ইউনিয়নের কলমা উত্তরপাড়ার মৃত ছবদের খাঁ'র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে অটোরিকশা চালক রাব্বি নিখোঁজ হন। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে রবিবার (১৯ অক্টোবর) স্বজনেরা সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

বৃহস্পতিবার বিকালে কলমা উত্তরপাড়া এলাকার একটি জঙ্গল থেকে বস্তার ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে রাব্বির হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুল খান গণমাধ্যমকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অবস্থায় ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2