চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
চট্টগ্রাম মহানগরীর কদমতলীর পোড়া মসজিদ এলাকায় একটি কম্বলের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয়রা জানায়, ভবনটিতে আগে পোশাক কারখানা থাকলেও এখন সেটি কেবলমাত্র গুদাম হিসেবে ব্যবহৃত হয়। শীতকে উপলক্ষ্য করে বিপুল পরিমাণ কম্বল মজুদ করা হয়েছিলো এই গুদামে। গুদামটির কর্মচারীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে তারা গুদাম থেকে বেরিয়ে যান। সেখানে তাদের কোনো শ্রমিক নেই বলেও জানান তারা। এদিকে ধোঁয়ায় চারিদিক ঢেকে যাওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন যাতে ভবনটি থেকে ছড়িয়ে পড়তে না পারে সে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। কিভাবে আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অগ্নিনির্বাপণের পর তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিভি/এসজি




মন্তব্য করুন: