• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

মোংলায় বিদেশী বিয়ার ও মদসহ আটক ২

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৫, ২৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মোংলায় বিদেশী বিয়ার ও মদসহ আটক ২

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি বিয়ার ও মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে তাদের আটক করা হয়।  

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) বিকালে পশুর নদী সংলগ্ন লাউডোব ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।  

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোনের মিডিয়া কর্মকর্তা মো মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত বিয়ার ও মদসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। তবে ওই সময় আটক দুইজনের নাম পরিচয় জানাতে পারেননি।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2