আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে কম্বল গুদামের আগুন
চট্টগ্রাম মহানগরীর কদমতলীর পোড়া মসজিদ এলাকায় একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর একটা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে চারটায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানিয়েছে, ভবনটিতে আগে পোশাক কারখানা থাকলেও এখন সেটি কেবলমাত্র গুদাম হিসেবে ব্যবহৃত হয়।
শীতকে উপলক্ষ্য করে বিপুল পরিমাণ কম্বল মজুদ করা হয়েছিলো এই গুদামে ।গুদামটির কর্মচারীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে তারা গুদাম থেকে বেরিয়ে যান। সেখানে তাদের কোনো শ্রমিক নেই বলেও জানান তারা।
এ দিকে ধোয়ায় চারিদিক ঢেকে যাওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। কিভাবে আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অগ্নিনির্বাপণের পর তদন্ত স্বাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিভি/এজেড




মন্তব্য করুন: