• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রংপুরে ভূতের ঘর-সংসার

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৮:১৫, ১৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১৮:১৫, ১৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
রংপুরে ভূতের ঘর-সংসার

ভূত নিয়ে রয়েছে নানা কল্পকাহিনী। ভূতের গল্প নিয়ে বাজারে রয়েছে বিভিন্ন ধরনের বই। যদিও আধুনিক যুগে ভূতের গল্প অনেকটাই কদর হারিয়েছে। তবে গ্রামাঞ্চলে এখনও বয়ষ্ক দাদা-দাদী, নানা-নানীর কাছে ভৌতিক অভিজ্ঞতার গল্প প্রায়ই শোনা যায়। 

রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানার শিশুপার্কে নির্মিত হয়েছে ‘ভূতের ঘর-সংসার’ নামের একটি রাইড। নতুন এই সংযোজন যেন গল্প নয়, সাক্ষাত ভূতের রাজ্য। শিশুদের জন্য যা চালু হবে ১৪ জানুয়ারি থেকে। নির্মাতারা বলছেন শিশুপার্কে এই অঞ্চলে ভূত নিয়ে এটাই প্রথম রাইড, যা দেখে শিশুরা অনেক মজা পাবে।

প্রায় ৮ মাস ধরে মাটির নিচে নির্মিত হয়েছে নতুন এই রাইডটি। যা শিশু পার্কটিকে শিশুদের জন্য আরো বেশি সমৃদ্ধ করবে।

প্রবেশমুখে পা রাখলেই গা ছমছম করবে। অন্ধকার গলি দিয়ে ভিতরে যতোই পা বাড়াবেন, ততোই রোমাঞ্চকর হয়ে উঠবে পথ চলা। অন্ধকার গলিতে পা বাড়ালেই সামনে আলো-পিছনে অন্ধকার, ধোঁয়ার কুন্ডলি, সাদা ধবধবে পোশাকে ভূতের আনাগোনা। ভয়ের সাথে বিনোদন- এ যেন অন্যরকম ভালোলাগা। 

প্রায় অর্ধশতাধিক ভূত নিয়ে সাজানো হয়েছে ভূতের ঘর-সংসার। যেখানে দেখা যাবে ভূতের ঝরনায় গোসল করার দৃশ্য, হু হু হাহা খিল খিল হাসি, অট্টহাসির নাচ, গাছের ডালে নানা ভঙ্গিমায় ভূতের আড্ডা, চুলায় রান্নার দৃশ্য, খাটলিতে লাশ বহন করে নিয়ে যাওয়া, বন্দি জীবনের দৃশ্য। 

শিশুদের সর্বোচ্চ রোমাঞ্চের মধ্য য়ে বিনোদন দিতেই ভূতের ঘর-সংসার নির্মাণ করা হয়েছে বলে জানান পরিকল্পনাকারী ও রংপুর চিড়িয়াখানার ইজারাদার রমজান আলী তুহিন। 

তিনি বলেন, স্বল্প টিকিট মূল্যে শিশুসহ সব বয়সী মানুষ যাতে রংপুর চিড়িয়াখানার শিশুপার্কে প্রবেশ করে রোমাঞ্চকর বিনোদন নিয়ে ফিরতে পারেন সেজন্যই এই ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। এছাড়া ‘ভূতের ঘর-সংসার’ দেখে শিশুদের ভূতের ভয় কাটবে।

রংপুর বিভাগে সরকারিভাবে একমাত্র শিশুপার্ক রংপুর চিড়িয়াখানা। আগে থেকেই সেখানে রয়েছে বিভিন্ন রাইড। এর মধ্যে রয়েছে ইলেক্ট্রিক বুলেট ট্রেন, থ্রিডি মুভিজ, মেরিগোরাউন্ড, ডেঞ্জার রোলার বোট, মিউজিক ফাইটার প্লেন, স্পাইডার ক্রেডল।

বিভি/জেএ/এসডি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2