ঘোষণা ছাড়াই তিনবিঘা করিডোরের গেট বন্ধ রাখলো বিএসএফ

বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এলাকা তিনবিঘা করিডোর পরিদর্শনে এসেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগমনে বাংলাদেশি ভূখণ্ড আঙ্গোরপোতা-দহগ্রামের প্রবেশদ্বার তিনবিঘা করিডোর গেটটি বন্ধ ছিলো প্রায় ১০৭ মিনিট।
শুক্রবার (৬ মে) বেলা ১১টা ১৮ মিনিটে করিডোরের উভয় পার্শ্বের গেট দুটি বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গেট এক ঘণ্টা ৪৭ মিনিট বন্ধ রাখার পর দুপুর ১২টা ৫৬ মিনিটে খুলে দেয় বিএসএফ।
এদিকে গেট বন্ধ থাকায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা-দহগ্রামে বসবাসকারী বাংলাদেশিরা মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তিনবিঘা করিডোরটি ১০৭ মিনিট বন্ধ করে দিয়েছিল বিএসএফ। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিদর্শন শেষে চলে যাওয়ার পর করিডোরের গেট খুলে দেয় বিএসএফ। তবে করিডোরের গেট বন্ধ রাখা হবে এমন কোন চিঠি বিজিবিকে দেওয়া হয়নি।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই বিএসএফ তিনবিঘা করিডোর গেটটি বন্ধ রাখায় আঙ্গোরপোতা-দহগ্রামের মানুষজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক মানুষের জরুরী প্রয়োজন থাকলেও গেট না খোলা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বিএসএফ এ ব্যাপারে পূর্ব ঘোষণা দিলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো না।
বিভি/এসডিআর/এজেড
মন্তব্য করুন: