শ্রীনগরে আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশের কাপড়ের ও মুরগির দোকানের তিনটি গলিতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে কাপড়, মুদিখানা ও মুরগির অন্তত ৫০টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
পুড়ে যাওয়া একটি দোকানের মালিক আবু নাসের বলেন, ঈদকে সামনে রেখে গতকাল রাতেই ঢাকা থেকে মালামাল এনেছি প্রায় ৫ লাখ টাকার। রাত ১২টার দিকে মালামাল দোকানে রেখে বাড়িতে গেলে খবর পাই বাজারে আগুন লেগেছে। তারপর বাজারে এসে দেখি আমার দোকান পুরো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার দোকানের প্রায় ২০ লাখ টাকার শাড়ি, কাপড়, লুঙ্গি, বিছানার চাদর পুড়ে গেছে।
মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট শুরুতে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আশপাশের উপজেলা থেকে আরও চারটি ইউনিট এসে কাজে যোগ দেয়। ছয়টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই আগুনে পুড়ে ছাই হয় কমপক্ষে ৫০টি দোকান। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।
বিভি/এসজি
মন্তব্য করুন: