• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীর জামিন স্থগিতের আদেশ বহাল

প্রকাশিত: ১২:১৫, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীর জামিন স্থগিতের আদেশ বহাল

ফাইল ছবি

আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীর জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। সেইসাথে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশও দেন আপিল বিভাগ। 

সোমবার (১৯ মে) সকালে জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রাখেন।

এর আগে, সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় ২২ এপ্রিল আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।

পরে, জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ আইনজীবী উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2