• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাসপাতালে স্বজনদের পেটালো আনসার সদস্যরা, মারা গেল রোগী

প্রকাশিত: ১১:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
হাসপাতালে স্বজনদের পেটালো আনসার সদস্যরা, মারা গেল রোগী

রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে আনসার সদস্যদের মারামারির ঘটনা ঘটেছে। মারামারির এই ঘটনার পর চিকিৎসাধীন নারী মারা যান। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

রোগীর স্বজনদের অভিযোগ, আনসার সদস্যরা তাদের পিটিয়ে মারাত্মক জখম করে। মারামারির এই ঘটনার পর চিকিৎসাধীন নারী মারা যান। 

রোগীর স্বজনরা জানান, অসুস্থ রোগির কাছে যেতে চাইলে টাকা দাবি করেন আনসাররা। এ নিয়েই মারামারির শুরু। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের আভিযোগ, দলবদ্ধভাবে আনসার সদস্যরা তাদের ওপর চড়াও হন।

তবে এক আনসার সদস্য দাবি করেন, তাদের একজনের মাথা ফাটিয়ে দিয়েছে নিহত রোগীর স্বজনরা। আনসার সদস্যদের নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে নিহতের পরিবার।

বিভি/এজেড

মন্তব্য করুন: