• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজধানীর পথচারীদের চাকু দেখিয়ে ছিনতাই করতো ওরা

প্রকাশিত: ২০:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রাজধানীর পথচারীদের চাকু দেখিয়ে ছিনতাই করতো ওরা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ধারালো চাকু দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনতাইকারী একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে এই তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম।

গ্রেফতাররা হলেন সাগর হোসেন (১৯), মো. আমিনুল ইসলাম (১৯), মো. আরিফ (৩৫), মো. আতাউর রহমান (৩২) ও মো. জুয়েল (২৯)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দেওয়ার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসএইচ/এজেড

মন্তব্য করুন: