• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আগুনে জ্বলছে বাস, চালকের আহাজারি

প্রকাশিত: ২৩:২০, ২৮ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
আগুনে জ্বলছে বাস, চালকের আহাজারি

রাজধানীর কাকরাইল এলাকায় চালকের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় চালক আহাজারি করে বলতে থাকে 'আমার গাড়িটা পুইড়া ফালাইছে'। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় চালক হাউমাউ করে ফোনে কেঁদে কেঁদে কারো সাথে বলছে বাবারে আমার গাড়িটা পুইড়া ফালাইছে। আগুনে লাগা গাড়ির সামনে বসে আহাজারি করছে। এসময় রাস্তায় থাকা অনেকে চালককে চাচা চাচা বলে টেনে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করছে। 

জানা যায়, শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের ভেস্ট পরে মোটরসাইকেলে আসা দুই যুবক ঢাকা-কুমিল্লা রুটের এশিয়ান পরিবহনের বাসটিতে আগুন দেন।

বাসচালক মনির হোসেন বলেন, 'পুলিশ বাসটি রিকুইজিশন নিয়েছিল। আমি বিকাল ৫টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে কাকরাইল আসি। পুলিশ নেমে যাওয়ার পর দুই যুবক এসে বাসে আগুন ধরিয়ে দেন।' বাসটি যেখানে দাঁড় করানো ছিল তার সামনে ও পেছনে পুলিশের দুটি চেকপোস্ট ছিল। 

বাসের আগুন থেকে ওপরে থাকা বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আশেপাশের ভবন থেকে অগ্নি নির্বাপক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন বলে জানা যায়।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2