দুর্গাপুরে যুবকের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

রাজশাহীর দুর্গাপুরে যুবকের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল ফিরোজ আহম্মেদ আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় সেলিম নামের এক যুবককে আটক করা হয়েছে।
অভিযুক্ত সেলিম দুর্গাপুর উপজেলার হোজা চৌরাস্তা গ্রামের আনসার আলী ছেলে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, আজ দুপুর পৌনে ২ টার দুর্গাপুর থানার সামনে পুলিশ কনস্টেবল ফিরোজ আহমেদ এর উপর অতর্কিত হামলা চালায় আটক যুবক সেলিম।
পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দেয়। ঘটনার পরপর আহত পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের মুখপাত্র জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক সেলিম এর কাছ থেকে রক্ত মাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে পুলিশ কনস্টেবল এর উপর হামলা চালানো হয় সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করলে হামলার মোটিভ সম্পর্কে জানা যাবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: