• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জ্বিনের মাধ্যমে গর্ভধারণের প্রলোভন দিয়ে ৩০ লাখ টাকা আত্মসাৎ

প্রকাশিত: ১৮:১৩, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:১০, ৮ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
জ্বিনের মাধ্যমে গর্ভধারণের প্রলোভন দিয়ে ৩০ লাখ টাকা আত্মসাৎ

সন্তানহীন দম্পতিকে জ্বিনের মাধ্যমে গর্ভধারণের ব্যবস্থা করার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আলামিন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডি সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর একটি টিম অভিযুক্তকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলামিন মিয়া (৩৬) ওই উপজেলার পাইকপাড়া এলাকার মো. আরজু মিয়ার ছেলে।

সিআইডি জানায়, মামলার বাদী শান্তা (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে ‘জিনের মাধ্যমে  কবিরাজি  চিকিৎসার দ্বারা সন্তানধারণ সম্ভব’ এমন তথ্য দেখতে পান। শান্তা অনলাইনে যোগাযোগ করলে তার অসহায়ত্বকে পুঁজি করে প্রতারক চক্রটি বিভিন্ন অজুহাতে যেমন- ‘আসন বসানো’,‘জিন ভোগ দেওয়া’,‘চিকিৎসা খরচ’ ইত্যাদির কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় এবং আরও টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। টাকা না দিলে শান্তার ক্ষতি হবে এবং জ্বিনের অসমাপ্ত কাজ সমাপ্ত না করলে জ্বিন স্বামীসহ তাকে হত্যা করবে মর্মে ভয় দেখায়। এক পর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী শান্তা গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে লালবাগ থানায় মামলা দায়ের করে। পরে এই মামলার তদন্তে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্য আলামিন মিয়াকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন মিয়া প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2