• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিওধারণ, প্রাইভেট শিক্ষক আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০২, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিওধারণ, প্রাইভেট শিক্ষক আটক

গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রী (১৩) ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।বুধবার (৩ জুলাই) রাতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আরিফ মিয়া (২৩) স্কুল শিক্ষককে আটক করে শ্রীপুর থানা পুলিশ। অভিযুক্ত আরিফ মিয়া মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে এবং মুলাইদ আয়েশা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের শিক্ষক।  

ভিকটিম স্কুলছাত্রীর মা জানান, তার মেয়ে স্কুল শিক্ষক আরিফের কাছে প্রাইভেট পড়তো। সে সুবাদে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং ভিডিও করে রাখে। পরে স্কুলের খাতা দেখার জন্য তার মেয়ের বই নেয়। বই আনতে তার মেয়েকে খবর দেয়। সেখানে গেলে দরজা আটকে আবারো তাকে ধর্ষণ করে। ভিকটিমের মা প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, ভিকটিমের দাদা থানায় এসে ধর্ষণের অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে স্কুল শিক্ষক আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

থানায় এনে তাকে জিজ্ঞাবাদে সে ধর্ষণের কথা শিকার করে। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2