• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা নিতে বিদেশ ভ্রমণ, ১ কোটি টাকা লোপাট!

মামুন আব্দুল্লাহ

প্রকাশিত: ১৬:২৩, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা নিতে বিদেশ ভ্রমণ, ১ কোটি টাকা লোপাট!

এবার বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে ১ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদফতরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আজিমপুরে সরকারি আবাসন নির্মাণ প্রকল্পে নানা অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় ব্যয়খাত দেখিয়ে সরকারি অর্থ নয়-ছয়ের। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হয়ে ব্যয় বেড়েছে বছর বছর। এদিকে, সরকারি প্রকল্পে অযাচিত বরাদ্দ বন্ধের তাগিদ টিআইবির।

সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য ১ হাজার ৯৩৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে রাজধানীর আজিমপুরে নির্মিত হচ্ছে ১৫টি ২০ তলাবিশিষ্ট বহুতল ভবন। ২০১৯ থেকে ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। সংশোধিত উন্নয়ন প্রকল্পে মেয়াদ বাড়ানোর সাথে সাথে বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দও। 

পুরো প্রকল্পে অযাচিত অপ্রয়োজনীয় ব্যয়ের পাশাপাশি অপ্রাসঙ্গিক কিছু খরচ দেখানোর অভিযোগ রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার ওপর অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে এক কোটি টাকা, কর্মকর্তাদের মিটিং বাবদ ২০ লাখ টাকার সম্মানি; কর্মকর্তাদের গাড়ির জালানি বাবদ ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে- যার পুরোটাই লোপাট হয়েছে বলে অভিযোগ। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগে থেকেই গাড়ি থাকলেও, এ প্রকল্পে গাড়ি ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে তিন কোটি টাকা। 

কলোনি এলাকায় পুকুর থাকা সত্ত্বেও নতুন করে জলাশয় উন্নয়নের নামে সাড়ে ৭ কোটি আর বৃষ্টির পানি সংরক্ষণাগার নির্মাণে ৬ কোটি ব্যয় হয়েছে। 

কোনো কোনো ক্ষেত্রে সংশোধিত ডিপিপিতে ব্যয় বাড়ানো হয়েছে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিনগুণ। একইসঙ্গে কিছু ক্ষেত্রে কাজের পরিধি কামানো হলেও অর্থ সমন্বয় করা হয়নি বলে অভিযোগ উঠেছে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

এসব বিষয়ে বক্তব্য চাইলে কথা বলতে রাজি হননি গণপূর্তের প্রধান প্রকৌশলীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশের উন্নয়ন প্রকল্পে ইউরোপ-আমেরিকার চেয়ে প্রায় তিনগুণ বেশি ব্যয়খাত দেখানো হয় বলে জানালেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সরকারি প্রকল্পে অযাচিত ও অপ্রাসঙ্গিক ব্যয়খাত বন্ধের তাগিদ সংস্থাটির। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2