• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাভিশনে সংবাদ প্রকাশের পর

ইয়াবা মামলায় ফাঁসানো সেই এডি দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’

ইদ্রিস আলম

প্রকাশিত: ২০:০৮, ১৬ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ইয়াবা মামলায় ফাঁসানো সেই এডি দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’

টাকা না পেয়ে এক সিএনজি চালককে ইয়াবা মামলায় ফাঁসিয়ে সমালোচিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। 

রবিবার (১৬ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) মো. আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ. কে. এম. দিদারুল আলম (পরিচিতি নং-২২০০৫), সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয়, কক্সবাজারকে বিভাগীয় কার্যালয়, রংপুরে সংযুক্ত করা হলো। 
দিদারুল আলম বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন এবং আগামী ১৮ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে সংযুক্তকৃত কর্মস্থলে যোগদান করবেন।

এর আগে গত ১৫ মার্চ ‘৫ লাখ টাকা চাঁদা না পেয়ে মাদক মামলায় চালান’ শীর্ষক শিরোনামে বাংলাভিশন ডিজিটালে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে উল্লেখ করা হয়, কক্সবাজারের প্রবেশমুখ লিংক রোড সিএনজি স্ট্যান্ড থেকে গত ৯ মার্চ সকাল ১০টার দিকে বজল করিম নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) কক্সবাজার শাখা। সে সময় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একাধিক কর্মকর্তা কয়েক ধাপে তার অটোরিকশায় তল্লাশি চালালেও কিছুই পাননি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার দূরে ঝাউতলা গাড়ির মাঠে। সেখানে গিয়ে বজল করিমের স্ত্রীকে ডেকে দাবি করা হয় ৫ লাখ টাকা। অন্তত ৫ ঘণ্টা ধরে দরকষাকষি চললেও বজলের স্ত্রী টাকা দিতে না পারায় বিকাল ৩টার দিকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা দিয়ে ছবি তুলে তা প্রকাশ করা হয়। একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আটকের সময়, মামলার এজাহার ও একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে বাংলাভিশন। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা বজলের স্ত্রীর কাছে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তবে বজলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

বিভি/টিটি

মন্তব্য করুন: