করোনা ভ্যাকসিন আমদানির নামে টাকা আত্মসাত, তদন্তে দুদক

করোনা ভ্যাকসিন আমদানির নামে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।
অভিযোগে বলা হয়েছে, করোনার সময় বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথ শেয়ারে ভ্যাকসিন বাজারজাত করার দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালেকসহ বিগত সরকারের সিন্ডিকেট।
সিন্ডিকেটে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। এই সিন্ডিকেটের শক্তির বলয়েই আটকে যায় বঙ্গভ্যাক্স।
অন্যদিকে, ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি ২২ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এমন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেছে দুদক। এ বিষয়ে বিস্তারিত তদন্তে নেমেছে সংস্থাটি।
বিভি/এসজি
মন্তব্য করুন: