২৩ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ গ্রেফতার

যশোরে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ২৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্ৰেফতার হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে যশোর ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
আটক ভাইপো রাকিব ওরফে কাজী রাকিব শহরের রেলগেট রায়পাড়া এলাকার কাজী তৌহিদুল ইসলাম তৌহিদের ছেলে।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভাইপো রাকিব এলাকায় ফিরেছেন। এরপর রাতে অভিযান চালিয়ে বেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো।
তিনি জানান, ভাইপো রাকিব পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৭টি অস্ত্র, ৪টি বিস্ফোরক, দুটি চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে।
এদিকে শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতারের খবরে জনমনে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী রাকিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ নানা অপরাধের তথ্য পাওয়া যাবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: