১৯ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা, অতঃপর র্যাবের জালে ধরা

দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট এলাকা থেকে ফেনী জেলার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে মহানগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোবারক হোসেন প্রকাশ মাওলকে গ্রেফতার করে র্যাব।
জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে দীর্ঘ ১৯ বছর আসামি মোবারক হোসেন পালিয়ে বেড়াচ্ছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে ফেনী জেলার সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: