• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রূপপুর পারমাণবিকের আরও ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

প্রকাশিত: ১৯:৪২, ১৪ মে ২০২৫

ফন্ট সাইজ
রূপপুর পারমাণবিকের আরও ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আন্দোলনের জেরে রূপপুর পারমাণবিকের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে কর্মরত আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) প্রকল্প পরিচালক ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাছান স্বাক্ষরিত ৪৮৯ নম্বর স্মারকের এক দাপ্তরিক আদেশে এনপিসিবিএল-এ নিয়োগপ্রাপ্ত ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়।

আরও বলা হয়, বর্ণিতবস্থায় নিরাপত্তার স্বার্থে উক্ত ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় প্রবেশ তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ করা হলো।

সাময়িক বরখাস্তরা হলেন, ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিপ্লব (সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), শামীম আহমেদ (সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), মো. মনির (উর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), মোহাম্মদ সালাহ উদ্দিন (সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), মো. হোসেনুজ্জামান খাঁন (উর্ধ্বতন উপ-সহকারী ব্যবস্থাপক-ইলেকট্রিক্যাল, মো গোলাম আজম (সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), রিয়াজ উদ্দিন (টেকনিশায়ন-ইলেকট্রনিক্স) ও মো, ইসমাইল হোসেন (টেকনিশিয়ান-ইলেকট্রিশিযান)।

সাময়িক বরখাস্তের নোটিশে উল্লেখ করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা ও এনপিসিবিএলে তারা শৃঙ্খলাবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। কর্তব্যে অবহেলা করেছেন এবং করছেন। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১০ দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস সাময়িক বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি আজ (বুধবার) সকালে মেইলে চিঠি পেয়েছি। এর বেশি কিছু আমার জানা নেই।’ 

এবিষয়ে মুঠোফোনে প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাছানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৮ মে এক আদেশে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ইমপ্লইজ সার্ভিস রেজুলেশন’ ২০২৫ এর প্রবিধান ৫২.১ অনুযায়ী ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি দেয়া হয়। অব্যাহতিপ্রাপ্ত মধ্যে ১৫ জন বিএসসি এবং ৩ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2