• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাগুরায় অস্ত্র, গোলাবারুদসহ সেনাবাহিনীর হাতে আটক ২

প্রকাশিত: ১৩:১৮, ৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মাগুরায় অস্ত্র, গোলাবারুদসহ সেনাবাহিনীর হাতে আটক ২

মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি অস্ত্র ও গোলাবারুদসহ নাশকতা, হত্যাসহ একাধিক মামলায় পলাতক দুই আসামিকে আটক করেছে সেনাবাহিনী।

মাগুরা আর্মি ক্যাম্প সূত্রে জানায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে অভিযান চালিয়ে দুইটি রিভলভার, ৮ রাউন্ড গোলাবারুদ ও কিছু দেশীয় অস্ত্রসহ আওয়ামীলীগ কর্মী নাশকতা ও হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান টিটোকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার তারাউজিয়াল গ্রাম থেকে মো. শরিফুল ইসলাম সাচ্চুর বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি (চায়না) পিস্তল এবং তিন রাউন্ড গোলাবারুদসহ তাকে আটক করা হয়েছে। তাদের দুজনের নামেই নাশকতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 

উল্লেখ্য যে, আটক মো. মিজানুর রহমান টিটো শ্রীপুর থানা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া সম্পাদক কনক মোল্লার বড় ভাই।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2