• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোপালগঞ্জে হামলার ঘটনায় আরও ৯০ জন গ্রেফতার

প্রকাশিত: ১৮:১৩, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গোপালগঞ্জে হামলার ঘটনায় আরও ৯০ জন গ্রেফতার

ফাইল ছবি

গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরসহ অন্যান্য অভিযোগে আরও ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানি থেকে গত রাতে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোহাম্মদ আব্দুল বাছেদ বলেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা তৈরির ঘটনায় গতকাল কাশিয়ানি থানায় করা সন্ত্রাস দমন আইনের মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়। মুকসুদপুরে আরও ৬৬ জনকে গত রাতে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৩৬ জনকে সদর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের মধ্যে ২০ জন কাশিয়ানির মামলায় গ্রেফতার করা হয়। ১০ জন সন্ত্রাস দমন আইনের পুরোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

এছাড়াও, সদর থানার মামলায় এ পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2