মাকে বর্বর নির্যাতন, ভিডিও ভাইরালের পর ছেলে-পুত্রবধূসহ গ্রেফতার ৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মা মালেকা খাতুন (৭৫) কে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুঁসে ওঠে এলাকাবাসী। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। নির্যাতনের শিকার বৃদ্ধা মা চিকিৎসাধীন হাসপাতালে। এমন ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দোষীদের শাস্তি চাইলেন এলাকাবাসী।
পঁচাত্তর বছর বয়সী মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে মারধর করছেন পুত্রবধূ সোনালী খাতুন। তার সাথে যোগ দেন বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম। তিনিও তার মাকে গলা টিপে, মাটিতে আঁছড়ে ফেলে মারপিট করেন। এমন বর্বর নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শনিবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে ঘটে এমনই এক রোমহর্ষক ন্যাক্কারজনক ঘটনা।
স্বজনরা জানান, বৃদ্ধা মালেকা খাতুন ২০০০ সাল থেকে মানসিক রোগে ভুগছেন। তিনি কখন কাকে কি বলেন তা নিয়ে প্রায়ই অশান্তি ছিল পরিবারে। সম্প্রতি তিনি তার পুত্রবধূকে গালমন্দ করেছেন-কে বা কারা এমন অপবাদ পুত্রবধূ সোনালী খাতুনকে জানান। সেই ক্ষোভে তিনি তার শ্বাশুড়ীকে মাটিতে ফেলে গলা টিপে ধরে মারপিট করেন। ছেলে নজরুল ইসলামও তার মাকে গলা টিপে, মাটিতে আঁছড়ে অমানসিক নির্যাতন করেন। পরে তার স্বজনরা তাদের প্রতিহত করে বৃদ্ধাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এমন ঘটনাকে ন্যাক্কারজনক ও নিন্দনীয় উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি এলাকাবাসীর।
মারধর ও নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর ফুঁসে ওঠে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শনিবার সন্ধ্যায় ছেলে এবং পুত্রবধুসহ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে। তারা হলেন, বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম (৪৫), পুত্রবধু সোনালী খাতুন (৪০), ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুন (৩৬)।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আর চিকিৎসক জানান, নির্যাতনের শিকার বৃদ্ধাকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রথমে তিনি কথা বলতে পারছিলেন না। তবে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে আম্বিয়া খাতুন বাদি হয়ে ৬ জনের নামে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ৫ জনকে রোববার আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠান আদালত।
বিভি/এজেড
মন্তব্য করুন: