• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে ভোক্তা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:০৮, ২০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাঙামাটিতে ভোক্তা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারে তদারকি ও অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সংস্থা দুইটির জেলা কার্যালয়ের সমন্বয়ে রিজার্ভ বাজার তদারকি ও অভিযান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙামাটির নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায়। এতে কোতোয়ালি থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযানে সহায়তা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা সভায় ভোজ্য তেল অবৈধ বোতল জাত করা নিয়ে আলোচনা করা হয়। তারই সুত্র ধরে গতকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। 

অভিযানে রিজার্ভ বাজার এলাকায় একটি বোতলজাত কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বেকারী, একটি  ডিপার্টমেন্টাল স্টোর ও তোলা ভোজ্যতেল বোতলজাত করা ঝন্টু দে নামে একটা প্রতিষ্ঠানসহ মোট তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2