সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজা-হেরোইনসহ যুবক গ্রেফতার
মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেনা সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৮৫ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ৩ পিস আইস, ৪টি মোবাইল ফোন, ১টি ছুরি, মাদক সেবনের সরঞ্জাম এবং মাদক বিক্রির ৪ লাখ ৫৪ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়।
এসময় মো. হৃদয় মাদবর (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে সেনাবাহিনী। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তারা নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।
বিভি/এজেড




মন্তব্য করুন: