শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
গ্রেফতার হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা শামীম ওসমানের সহযোগী আজিজুর রহমান আজিজ।
রবিবার (২৬ অক্টোবর) রাতে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক হন। আমাদের কাছে তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর আজিজ অসুস্থ বোধ করায় তাকে প্রথমে মেডিকেল পরীক্ষা করা হয়। পরে সোমবার (২৭ অক্টোবর) সকালে শিল্পাঞ্চল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় রিমান্ডের আবেদন করা হয়েছে। এদিকে তার জামিন না মঞ্জুর করছেন আদালাত।
ডিবি সূত্রের খবর, মূলত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আজিজ দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ অর্ধ-ডজনের বেশি মামলা আছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া একটি চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় আসামি তিনি। মামলাটি বর্তমানে গোয়েন্দা তেজগাঁও বিভাগ তদন্ত করছে।
মামলার বাদী এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী গণমাধ্যমে বলেন, শামীম ওসমানের সহযোগী আজিজের কারণে আমি সম্পূর্ণ নিঃস্ব। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তিনি অভিযোগ করেন, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তেজগাঁওয়ে তার গোডাউন থেকে বিপুল পরিমাণ মালামাল লুট এবং চাঁদাবাজির ঘটনায় আজিজ ও তার সহযোগীরা জড়িত ছিলেন।
এরশাদ আলী আরও জানান, নারায়ণগঞ্জের একটি রড তৈরির কারখানার মেশিনারিজ ও মালামাল লুটের সঙ্গে আজিজ জড়িত। এই ঘটনায় স্থানীয় থানায় তার বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে।




মন্তব্য করুন: