• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রেড নোটিশের পর আরাভ খান আটক হওয়ার খবর

প্রকাশিত: ১৭:৩৮, ২১ মার্চ ২০২৩

আপডেট: ১৮:২৪, ২১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রেড নোটিশের পর আরাভ খান আটক হওয়ার খবর

আরাভ খান

দুবাইয়ে পলাতক পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান আটক হওয়ার খবর পাওয়া গেছে। দুবাই পুলিশ তাকে আটক করেছে বলে তথ্য এসেছে। যদিও তার গ্রেফতার বা আটকের কোনো খবর আনুষ্ঠানিকভাবে কেউ দেননি। এর আগেই আরাভ খানের নামে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। 

ইন্টারপোলের রেড নোটিশ জারির পরই দুবাই পুলিশের একটি দল সোমবার (২০ মার্চ) রাতে দুবাইয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে বলে জানা গেছে। বিভিন্ন দেশের বাভিন্ন সংবাদমাধ্যমে এই তথ্য এসেছে। 

এদিকে পুলিশ সূত্র বলছে, আরাভকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সদর দফতরের একটি যৌথ দল দুবাই যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। আগামী দু-একদিনের মধ্যেই তারা দুবাই যেতে পারেন। 

পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি মতিঝিল বিভাগের উপকমিশনার রাজিব আল মাসুদের আগে জানিয়েছিলেন, রবিউল ওরফে আরাভকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: