• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ক্যাসিনোকাণ্ড: নিজেদের নির্দোষ দাবি রাজীব ও মিজানের

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ মে ২০২৩

ফন্ট সাইজ
ক্যাসিনোকাণ্ড: নিজেদের নির্দোষ দাবি রাজীব ও মিজানের

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার মোহাম্মদপুর এলাকার সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ও হাবিবুর রহমান মিজান নিজেদের নির্দোষ দাবি করেছেন। বলেছেন, প্রভাবশালী মহল মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে পাঠিয়েছিল তাদের। 

রবিবার  (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে সংবাদ সম্মেলনে বলেন, এক প্রভাবশালী ব্যক্তি ও তার ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা। মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের দাবি, প্রভাবশালী ব্যক্তি তাকে পরিকল্পিতভাবে গ্রেফতার করিয়েছেন।

অপরদিকে ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানের দাবি, তিনি ফ্রিডম মিজান নন। তার বিরুদ্ধে মিথ্যা অস্ত্র মামলা দিয়েছে র্যাব। নিরাপত্তাহীনতায় রয়েছেন জানিয়ে তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর অপরাধে প্রভাবশালী মহলের বিচার চান সাবেক এই দুই কাউন্সিলর। 

বিভি/রিসি

মন্তব্য করুন: