• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১০ মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে রেমিট্যান্স

প্রকাশিত: ১৫:৪৮, ২ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
১০ মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে রেমিট্যান্স

প্রতীকী ছবি

খোলাবাজারে উদ্বেগজনক হারে বাড়ছে মার্কিন ডলারের দর। কয়েক দিনের ব্যবধানে ডলার প্রতি দাম ছাড়িয়েছে ১২৫ টাকা। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠানো কমিয়ে দেয়ার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে রেমিট্যান্স। চলমান সংকট নিয়ে প্রবাসীদের উৎকণ্ঠা শিগগিরই দূর না হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় পতনের পাশাপাশি অর্থ পাচার বেড়ে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। 

মার্কিন ডলারের দর স্থিতিশীল রাখতে ক্রলিং পেগ চালুর তিন মাসের মাথায় আবার অস্থির বৈদেশিক মুদ্রার বাজার। মাত্র দু' সপ্তাহ আগেও যে ডলার খোলাবাজারে বিক্রি হতো ১১৯ টাকায় সেই ডলারের দাম উঠেছে ১২৫ টাকার বেশি। বেশি দরে লেনদেন করলেও এনিয়ে কথা বলতে নারাজ মানি এক্সচেঞ্জ হাউজগুলো। 

এদিকে, চলমান সংকটের প্রভাব পড়েছে রেমিট্যান্স আয়ে। প্রবাসীরা জুলাই মাসে দেশে পাঠিয়েছে ১৯০ কোটি ডলার। যা আগের মাসের তুলনায় ৬৩ কোটি ডলার কম। এ খবরে বিচলিত না হলেও পেমেন্ট নিয়ে দুশ্চিন্তায় বেশিরভাগ ব্যাংক।  

অর্থনীতি বিশ্লেষকরা জানিয়েছেন, দেশের চলমান সংকটে প্রবাসীদের উদ্বেগের প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। 

সংকটের সন্তোষজনক সমাধান না হলে রফতানি ও রেমিট্যান্স আরও কমে যাওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। 

পরিস্থিতি উন্নয়নে প্রবাসীদের আস্থা অর্জনে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করেন তিনি। 

বিভি/টিটি

মন্তব্য করুন: